মাদরাসা প্রতিষ্ঠার পরিকল্পনা ও নির্দেশনা

হযরত মাওলানা শাহ মুহাম্মদ শামছুল আলম শায়েখে মোলামগাড়ী দা:বা: লালবাগ মাদরাসা ঢাকা হতে তার শিক্ষা জীবন শেষ করে উস্তাদের পরামর্শে ওমরপুর আশরাফুল উলুম কওমী মাদরাসায় খেদমতে নিয়োজিত হন সেখানে খেদমত করতেন আর ভাবতেন, আমার এলাকায় একটা খালেছ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করে এলাকার মানুষের দ্বীন শিক্ষার ব্যবস্থা করব ।

এদিকে ছাত্র যামানা থেকেই হযরতওয়ালা করাচী রহ. এর সাথে ইসলাহী সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি

তাই হযরতওয়ালা করাচী রহ . বাংলাদেশে আসলেই তিনি ছুটে যেতেন তার ছোহবতে অনেক সময় মাদরাসায় তাকাযা থাকায় হযরতওয়ালার ছোহবতে যেতে দেরি হয়ে যেত

তাই হযরতওয়ালা করাচী রহ. পরামর্শ দিলেন শামছুল আলম তুমি নিজস্ব একটা প্রতিষ্ঠান দাঁড় করাও যাতে আমি বাংলাদেশ আসলে তুমি আমার সাথে সময় দিতে পারো ।নিজের পরিকল্পনা ও হযরতওয়ালা করাচী রহ. এর পরামর্শ একত্রিত করে আল্লাহ পাকের উপর ভরসা করে ১৯৮৯ সনে কাবা শরীফ তাওফ করে এসে অত্র প্রতিষ্ঠানের কাজ শুরু করেন।

এরপর ধারাবাহিক ভাবে দ্বীনি শিক্ষার তাকাযা দেখে ইসলাহী খানকা, মহিলা মাদরাসা, নূরানী কেজি স্কুল সহ অনেক প্রতিষ্ঠান দাঁড় করেন।

10005
fund card ai design 07
fund card ai design 03
fund card ai design 04 1
fund card ai design 05 1
fund card ai design 06 2

জামি‘আর নোটিশ বোর্ড

সমসাময়িক লেখা